নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নারী শিক্ষার অর্ধশত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৭এপ্রিল সোমবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ গোলাম ফারুক খোকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, শিক্ষক হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ আল-আমিন মিয়া, মোঃ মোহসিন মিয়া, মোঃ খলিল উল্লাহ, মাসুদ রানা, রমজান হোসেন, শাকিল খন, শাহজালাল গাজী, রাসেল মিয়া, আলী আকবর সরকার, মোহাম্মদ আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, মোঃ নুরনবী, শিক্ষিকা সাধনা রানী সরকার, আরিফা সুলতানা, হাসিনা আক্তার, হাজেরা আক্তার, মাগফেরাত খাতুন ময়না, রেজওয়ানা সিকদার সাথী।
সভায় গোলাম ফারুক খোকন বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র চিকিৎসক কিংবা প্রকৌশলী হলেই চলবে না, পাশাপাশি প্রত্যেককে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে। বাবা-মায়ের, শিক্ষক-শিক্ষিকার ইচ্ছা পূরণের চেষ্টা করতে হবে। সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। তবেই জীবনে স্বার্থকতা আসবে।
পরে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়। শেষে মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।