আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ফেব্রুয়ারি শুক্রবার বিদ্যালয় মাঠে আয়োজিত এ পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলহাজ্ব গোলাম ফারুক খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবুল কাশেম বাবু, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি, সহ-সভাপতি কামাল হোসেন, যুবদল নেতা পলাশ ফারুক, নাদিম মাহমুদ, সালাউদ্দিন মিয়া, রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আব্দুর রাজ্জাক জুয়েল সরকার, বিএসসি ইঞ্জিনিয়ার মাসুদ হাসান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পঙ্কজ কুমার পাল, শিক্ষক মুহাম্মদ আল-আমিন মিয়া, মোঃ মোহসিন মিয়া, আরিফা সুলতানা প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।