আজ সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে মানববন্ধন ও স্মারকলীপি পেশ


পিরোজপুর প্রতিনিধি ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন স্কেল নির্ধারণের দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলীপি পেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের ভা-রিয়ায় বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের উদ্যোগে তাদের বেতন বৈষম্য নিরসনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, মো. ওমর ফারুক, সাইদুর রহমান সুমন, শামসুল আলম, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, রোকনুজ্জামান, শাহজাহান মন্টু ও হারুন অর রশিদ প্রমূখ । এ সময় শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারী শিক্ষকের বেতন স্কেল প্রদানের বিষয়টি সমাধান করতে হবে। তা না হলে প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের চরম বেতন বৈষম্যের সৃষ্টি হবে। সহকারী শিক্ষকরা বিগত চার বছর ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের কোনো উদ্যোগ নেয়া হয়নি। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এক দফা দাবী সম্বলিত প্রধান মন্ত্রী বরাবরে স্মারকলীপি প্রদান করলে তা ইউএনও’র পক্ষে গ্রহন করেন সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস।