আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সস্ত্রীক করোনা টিকার ২য় ডোজ নিলেন মন্ত্রী গাজী


সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ – ১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং তার স্ত্রী তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল ) দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং তার স্ত্রী রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হাছিনা গাজী করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। মন্ত্রী-মেয়র টিকা নিয়ে রূপগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ভয় দূর করেছেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কল্যাণে সঠিক সময়ে বাংলাদেশে করোনার টিকা এসেছে। রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ আপনারা গুজবে কান দেবেন না। সবাই নিজ নিজ ঠিকানায় টিকা গ্রহণ করবেন। আমি টিকা নিয়েছি । কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাংলাদেশকে করোনা মুক্ত করতে সবাই সহযোগিতা করুন।