টি.আই.আরিফ
সর্বজনীন পেনশন স্কিম দেশের নাগরিকদের জন্য জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। গতকাল তারাব পৌরসভার হাসিনা গাজী অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভায় তিনি এ কথা জানান।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বলেন, সর্বজনীন পেনশন স্কিম আমাদের পারিবারিক ও সামাজিক সমস্যা দূর করবে। সর্বজনীন পেনশন স্কিম জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার। সরকারী টাকার মার নেই। সবাই নিবন্ধন করবেন। শ্রমিকদেরকে এই পেনশন স্কিমের আওতায় নিয়ে আসবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মাহমুদুল হক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল ,তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ তারাব পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
আরও পড়তে পারেন

অনলাইন ডেস্ক: দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার। সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১. সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা কি সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে পারবে? সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ…

সংবাদচর্চা রিপোর্ট : রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) পাওয়ায় নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে সংবর্ধনা দিয়েছে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন। শনিবার ( ৩১ অক্টোবর) রূপগঞ্জের পূর্বাচল ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…

নবকুমার: রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বঙ্গবন্ধু দিয়েছেন আমাদের স্বাধীনতা আর তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন পদ্মা সেতু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেচে থাকলে আমাদের উন্নয়ন হবে। আমরা জনগণের কাছে ভোট চাইতে যাবো। আগামী নির্বাচনে বিরোধী…
