আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকার নিরুপায় হয়ে খালেদাকে মুক্তি দিয়েছে : খোরশেদ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি  ও নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, সরকার নিরুপায় হয়ে খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। জালিমের বোধোদয় হওয়ায় আল্লাহর দরবারে শোকরিয়া জানাই। নেত্রীর( খালেদার) সুস্বাস্থ্য কামনা করি। মঙ্গলবার বিকালে বেগম খালেদা জিয়ার ৬ মাসের সাজা স্থগিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি সংবাদচর্চাকে এসব কথা বলেন।

প্রসঙ্গত ১৭ বছরের দণ্ড স্থগিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তার বয়স ও মানবিক বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নেয়। শর্ত সাপেক্ষে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর গুলশানে তার বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।