আজ বৃহস্পতিবার, ৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকার গঠন করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে : যুক্তরাজ্যের বিরোধী দল

অনলাইন ডেস্ক:

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে। আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৩ যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদের অন্তত ছয় মাস আগে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

খবর অনুসারে, ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টি নির্বাচন পূর্ব জরিপে অনেক ব্যবধানে এগিয়ে আছে। লেবার পার্টির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের জন্য ফিলিস্তিন রাষ্ট্র অবিচ্ছেদ্য অধিকার। পরবর্তী সরকার গঠন করতে পারলে তারা এই নীতিকে বাস্তব রূপ দেবে।’
নির্বাচনী ইশতেহারে আরও বলা হয়েছে, শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ।

বর্তমান কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার অতীতে বলেছে, শান্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।

গত মে মাসে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এতে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল, এই পদক্ষেপটি হামাসের ৭ অক্টোবরের গণহত্যার পুরস্কার হিসাবে কাজ করেছে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ