আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বৃষ্টি উপেক্ষা করে এক দফার দাবীতে ঢাকার রাজপথে না.গঞ্জ মহানগর সেচ্ছাসেবক দল

এক দফা এক দাবি আদায়ের লক্ষে বৃষ্টি উপেক্ষা করে ঢাকার রাজপথে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দল। বুধবার (১২ জুলাই) সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এদাবিতে কেন্দ্রীয়ভাবে সমাবেশটি আয়োজন করা। সভাকে সফল করতে মহানগর স্বেচ্ছাসেবক দল মিছিল নয়াপল্টনের সভায় যোগাদন করে।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি কামাল উদ্দিন জনি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমান সুমন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মাহাবুব, বাঁধন, মনির, খোকন, আশিকসহ আরো অনেকে।

বুধবার সকাল থেকে নেতাকর্মী নিয়ে ঢাকায় মিছিল করতে থাকেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর আগে সকালেই নেতাকর্মীদের নিয়ে ঢাকায় জড়ো হয়ে ব্যনার ফেস্টুন দলীয় পতাকা হাতে অবস্থান নেন তারা। পরে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

মমিনুর রহমান বাব জানান, আমাদের এই সমাবেশে আসতে নির্দেশ দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশের পর কোন বাঁধাই আমাদের রুখতে পারবেনা। আমরা বিগত সময়ের চেয়ে আরো কয়েকগুন বেশী শক্তিশালী হয়ে হাজির হয়েছি। এখন থেকে পুরোদমে একদফার আন্দোলন চলবে। এই অবৈধ সরকারের পতন ব্যতিত আমরা ঘরে ফিরে যাবনা।