আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘সময়মতো আ.লীগ এক হয়ে যায়’

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন , নারায়ণগঞ্জের নিপীড়িত নির্যাতিত অসহায় সর্বস্তরের মানুষের নেত্রী ডাক্তার সেলিনা হায়াত আইভী। আওয়ামী লীগ এক ও অভিন্ন । সময় মতো আওয়ামী লীগ এক হয়ে যায়। আজকে যারা সমাবেশে এসেছেন তারা অবিভক্ত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গেল ২০ বছরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে এমন সমাবেশ করে নাই। আজ আমরা এক হয়েছি। নির্বাচনী আচরণ বিধি মেনেই আমরা এই বিজয় সমাবেশ পালন করেছি।

শুক্রবার ২৪ ডিসেম্বর বিকালে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামীলীগ আয়োজিত বিজয় সমাবেশে তিনি এসব কথা বলেন।