
তাওসিফ মাইমুন: ঐক্যফন্টের সমাবেশে উপস্থিত বিভিন্ন জেলা, উপজেলা এবং ঢাকার ৭ কলেজসহ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগরসহ আশ পাশের এলাকার নেতাকর্মীদের উপচে পড়া ভীড় দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে।
অভিযোগ পাওয়া গেছে, বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনকে সমাবেশে আসার পথে বাধা দেয় এবং তার সাথে থাকা কর্মীরা অভিযোগ করে বলেন, পুলিশ তাকে বেধড়ক মেরে পা ভেঙে দিয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে।
মঞ্চে বক্তব্যরত মহানগর দক্ষিণের যুবদল সভাপতি বংশাল থানার সাধারণ সম্পাদক মামুনের উপর পুলিশের হামলা এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জনগের অভিভাবক বেগম খলেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রেখেছে বর্তমান স্বৈরশাসক সরকার।
নেতাকর্মীদের অনেক বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। তাদের কার্যক্রমের জন্য এ দেশের সচেতন জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। তাদের পায়ের নিচে মাটি নেই।

