রূপগঞ্জ প্রতিনিধি : সন্ধ্যা তখন ৬ টা ছুঁই-ছুঁই। মৃদু শীতের পরশ। মঞ্চের সামনে কানায়-কানায় হাজার-হাজার দর্শক। যেন তীল ধারণের ঠাঁই নেই কোথাও। নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বণিতা কারো চোখের পলক যেনো পড়ছেইনা। সন্ধ্যা থেকে গভীর রাত অবধি দর্শকদের সমাগম। এটা কোন সিনেমা হলের দৃশ্য নয়। নয় ঢাকা শহরের কোন মঞ্চ থিয়েটারের। রূপগঞ্জের পল্লীতে এক মঞ্চ নাটকের দৃশ্য ছিলো এরকম। সমাজের নানা অসঙ্গতি ও মানুষের মাঝে জনসচেতনতা তৈরি করতে রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মঞ্চস্থ করা হলো নাটক ‘ সমাজের কালসাপ’। রবিবার রাতে উপজেলার যাত্রামুড়া হাজী এখলাসউদ্দিন কারিগরি স্কুল এন্ড কলেজের সামনে এ নাটক অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার জানান, বাল্য বিয়ে, ভেজাল খাদ্য, যৌতুক প্রথা, মাদক ও মানবপাচারসহ নানা অসঙ্গতি নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মন্থস্থ করা হয় নাটক কালসাপ। এ নাটকে শিল্পীদের পাশাপাশি রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ ) আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর ( বীরপ্রতিক )।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, সমাজ সেবক আলহাজ¦ লায়ন মোজাম্মেল হক ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন, আলম হোসেন, মনির হোসেন মনু প্রমুখ।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম বলেন, সাংবাদিকরা শুধু লেখালেখি করবে এটা সঠিক মনে করিনা। লেখালেখির পাশাপাশি প্রয়োজন সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা। সমাজে নানা অসঙ্গতি আছে, এসব বিষয়গুলো রোধ করতে সাংবাদিকদের কাজ করতে হবে।