সংবাদচর্চা রিপোর্ট: স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, যারা রাত দেখেনি তারা দিনের মর্ম বুঝে না। আমরা পাকিস্তানের শাসন আমল দেখেছি। পূর্ব পাকিস্তানের পাটের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে পশ্চিম পাকিস্তানে। বাঙালিদের করেছে অত্যাচার নির্যাতন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের রক্ষা করেছেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে আমরা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছি। তারপর বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশ-ভারত কাপস তুলা -২০২০ এর এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন , বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন। পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ। এই সেতুর জন্য অনেক সমালোচনা শুনতে হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা তা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করে বিশ্বকে দেখিয়ে দিলো আমরাও পারি।
মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সু সম্পর্ক রয়েছে। ব্যবসা বানিজ্য ভালো হচ্ছে। দুই দেশের ব্যবসায়ীক সম্পর্ক আরও উন্নত করতে হবে। এসময় দুই দেশের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মন্ত্রীকে ক্রেস্ট তুলেদেন

