আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সবাই চাচ্ছে আমি নির্বাচন করি: পাপ্পা গাজী

টি.আই.আরিফ:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেছেন , আমার বাবার মতো আমি আপনাদের সেবা করবো। আমি রূপগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন চাই। আগের উপজেলা চেয়ারম্যান উন্নয়ন করেনি। সবাই চাচ্ছে আমি এবার রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করি। এখানে আমরা অনেকেই রাজনীতির খেলোয়াড়। দলের সিনিয়র নেতারা যাকে মনোনয়ন দেবে সেই নির্বাচন করবে। আমিও মনোনয়ন প্রত্যাশী। গত সংসদ নির্বাচনে ভূমিদস্যুরা নৌকার কাছে পরাজিত হয়েছে। রূপগঞ্জের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে গোলাম দস্তগীর গাজী সাহেবকে বিজয়ী করেছে।
গতকাল ৭ মার্চ উপলক্ষ্যে মুড়াপাড়ার মীরকুটিরছেও মাঠে গোলাম দস্তগীর গাজী নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন প্রমুখ।