নবকুমার:
নারায়ণগঞ্জ জেলাকে সন্ত্রাস দুর্নীতি মুক্ত শান্তিময় জেলা হিসেবে হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। কোন জঙ্গি সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবে না। নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদের নেতৃত্বে নারায়ণগঞ্জ সন্ত্রাস দুর্নীতি মুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। তার জন্য সবাই মিলে প্রশাসন কে সহযোগিতা করতে হবে।
বৃহষ্পতিবার (২৩ মে) নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ সুপারের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ইসলাম শান্তির ধর্ম । প্রত্যেক মুসলমানকে রোজার পবিত্রতা রক্ষা করতে হবে। যারা পণ্যে ভেজাল দেবে তাদের কে বিচারের আওতায় আনতে হবে।
ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান, ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার হারুন অর রশীদ, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মুন্না খাঁন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী পৌছালে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন এসপি হারুন।