আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্ত্রাসী নাজিম উদ্দিনের খোঁজে পুলিশ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপায়ন টাউনে  ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিসিএস কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে পেটানোর অভিযোগ ফতুল্লা মডেল থানায় গত ১৯ এপ্রিল পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলার একটি বাদী আবু সাঈদ পাটোয়ারী। অপরটির বাদী আশরাফ সিদ্দিকী। তারা দুইজনই রূপায়নের ফ্ল্যাট মালিক। এই মামলায় অভিযুক্ত আসামি নাজিমউদ্দিন পলাতক রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা থানা পুলিশ।  এছাড়া মামলার অন্য আসামীরা  হলেন সোহেল ভান্ডারী, সুমন, আকাশ, কাজল, শিপু, মনির, কায়েস, কাজল, শাওন, মুগ্ধ, পুলক, বাবুল।

মামলায় বলা হয়েছে, ফতুল্লার রূপায়ন টাউনের ফ্লাট মালিকদের কাছ থেকে নাজিমউদ্দিন তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ চাঁদা আদায় করে আসছে। ফ্লাট মালিকরা চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নাজিমউদ্দিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ফ্লাট মালিকদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় সাবেক শিক্ষা পরিদর্শক (বিসিএস ক্যাডার) আব্দুস সালাম আজাদসহ বেশ কয়েকজন আহত হন।

জানা  গেছে আজ সারা দিন পুলিশ সন্ত্রাসী নাজিম উদ্দিন গ্রেফতারের জন্য খোঁজ করেছে কিন্তু পায় না। তবে নাজিম উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।