টি.আই.আরিফ
রূপগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। গতকাল মঙ্গলবার বিকালে তারাব পৌরসভার বরাব এলাকায় ম্যাক্স মিলনায়তনে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় কাজী মনির বলেন, মাদক সন্ত্রাসী ও হাইব্রিডদের বিএনপির সদস্য করা যাবে না। বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে। নির্বাচন পিছিয়ে গেলে দেশে অশান্তি সৃষ্টি হবে। একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা মাঠে আছি। আমি সবার জন্য যুদ্ধ করেছি।
কাজী মনির আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার অন্তরে ছিলো বিষ। সেই বিষে আজ বাংলাদেশের মানুষ নীল হয়েছে। সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না। রূপগঞ্জে কেউ কি ফ্যাসিস্টের দোসরকে বিএনপির সদস্য করেছে ?
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম ভুঁইয়া, তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন, তারাব পৌর বিএনপির সাবেক সহ সভাপতি হাফেজ আহমেদ, আলী আকবর, কাঞ্চন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খাঁন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ডা শাহীন, তারাব ৪ নং ওয়াড বিএনপির সাবেক সভাপতি আক্তার ভুঁইয়া, সাবেক যুবদল নেতা আবু মাসুম, সাবেক ছাত্রদল নেতা সুলতান মাহমুদ।

