আজ সোমবার, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্ত্রাসবাদ সভ্যতার জন্য হুমকি: মোদি

অনলাইন রিপোর্ট:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় একটি আন্তর্জাতিক সম্মেলন চান ।

প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে মালদ্বীপে গিয়ে গত শনিবার দেশটির পার্লামেন্টে দেয়া বক্তৃতায় সন্ত্রাসবাদ নিয়ে বৈশ্বিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। খবর রয়টার্সের।

তিনি বলেন, সন্ত্রাসবাদ শুধু একটি দেশের জন্য হুমকি নয়, গোটা অঞ্চল এমনকি সভ্যতার জন্যই হুমকি।

সন্ত্রাসবাদ যাতে কার্যকরভাবে মোকাবিলা করা যায়, সেই লক্ষ্যে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান মোদি।

প্রতিবেশী পাকিস্তানের নাম উল্লেখ না করে দেশটির প্রতি ইঙ্গিত দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদই বিশ্বের সবচেয়ে বড় হুমকি।

সফরের পরবর্তী ধাপে শ্রীলঙ্কা যাবেন মোদি।