সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আলী বিন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ মে রোববার তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। হাসান বিন আলীর পাঠানো ইমেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত করোনার শুরুতেই নারায়ণগঞ্জে সক্রিয় ছিলেন হাসান বিন আলী। বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান, করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি, বাজার মনিটরিং, বিভিন্ন শিল্প কারখানা মনিটরিং করেন তিনি।