তৃতীয় বছরে পা দিয়েছে দৈনিক সংবাদচর্চা। এ উপলক্ষ্যে ২৯ ডিসেম্বর বিকালে নারায়ণগঞ্জ শহরে চুনকা পাঠাগারে উদযাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। অনুষ্ঠানে দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন বলেন, মামলা দেখে ভয় পাই না। পজেটিভ নারায়ণগঞ্জ গড়তে কাজ করে যাচ্ছি । যতই বাঁধা আসুক না কেনো, সত্য প্রকাশে পিছপা হব না।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, আমাদের সংবাদ প্রকাশে যদি কোনো ভুলত্রুটি থাকে, পত্রিকার পেছনে মোবাইল নম্বর দেয়া আছে সবাই আমাকে (মুন্না) জানাবেন। আমি সংশোধন করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করছি নারায়ণগঞ্জের প্রত্যেকটা সমস্যা তুলে ধরার ।
মুন্না খাঁন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নারায়ণগঞ্জবাসীর অকুণ্ঠ সমর্থন,পাঠকদের আস্থা ও সীমাহীন ভালোবাসাই ছিল সংবাদচর্চার দীর্ঘ পথচলার শক্তি ও সাহস। পেয়েছি নারায়ণগঞ্জের সিনিয়র সাংবাদিক ভাইদের সমর্থন।
এছাড়া সংবাদচর্চার অগণিত পাঠক, শুভাকাঙ্খী ,বিজ্ঞাপনদাতা,এজেন্ট ,হকার সহ নারায়ণগঞ্জবাসী সংবাদচর্চা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুন্না খাঁন ।