আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সচিব এর পিতার মৃত্যুতে মন্ত্রী গাজীর শোক

সংবাদচর্চা রিপোর্ট:

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার পিতা আলহাজ্ব মোজাম্মেল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ২১ জুন ভোর সাড়ে ৪ টায় বার্ধক্য জনিত কারণে ঢাকার হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, এমপি।
এক শোক বার্তায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ,মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ছিলেন লোকমান হোসেন মিয়া। বর্তমানে তাকে বদলি করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগে।