আজ মঙ্গলবার, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সকলের সমর্থন আদায় করেছে মোহসিন মাহবুব

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেছেন, মোহসীন ও মাহবুব প্যানেলের প্রার্থীদের প্রতি নারায়ণগঞ্জের সকল সাংসদ সমর্থন দিয়েছেন। এছাড়া বারের সিনিয়র আইনজীবীরাও তাদের সমর্থন দিয়েছে। যেখানে আনিসুর রহমান দিপু, খোকন সাহা, হাবিব আল মুজাহিদ পলু সহ অনেকে তাদের পক্ষে মাঠে নেমে কাজ করছেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের প্রচারণা শেষে এমন কথা বলেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন বারের সাবেক সভাপতি আব্দুর রশিদ ভূইয়া, সিনিয়র আইনজীবী এডভোকেট এমদাদুল হক তারাজ উদ্দিন, সভাপতি প্রার্থী এডভোকেট মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

আরকেএন/এসএএইচ