আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ প্রকাশের পর সেই ভিকি গ্রেফতার

সন্ত্রাসী ভিকির নানা অপকর্মের সংবাদ প্রকাশ করার পর তাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ  জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। মিনহাজ উদ্দিন ভিকি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সম্বন্ধি (স্ত্রীর বড় ভাই) ।

ভিকির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত ২৯ মার্চ জামতলায় এক প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগে ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয় যার মামলা নং৯৬(৩)১৯, ধারা- ১৪৩/৩৪১/৩৮৫/৩৭৯/৫০৬ এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি চাঁদাবাজির অভিযোগ মামলা হয়েছে যার মামলা নং-২৯, তাং-১৯/০৬/১৯ খ্রি:, ধারা- ১৪৩/৩৪১/৩৮৫/৩৭৯। উভয় মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গত ১৯ জুন পাটের বস্তা ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযান চালিয়ে তার হেফাজত থেকে পাটের বস্তা উদ্ধার করতে পারলেও তাকে গ্রেফতার করতে পারেনি। সর্বশেষ গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রাতে চাষাঢ়া এক সিএনজি চালককে বেধরক পিটিয়ে আহত করে ভিকি। সেই সংবাদ দৈনিক সংবাদচর্চায় প্রকাশের পর আজ  ভিকিকে গ্রেফতার করে ডিবি পুলিশ ।

সর্বশেষ সংবাদ