আজ রবিবার, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ প্রকাশের পর ভাঙ্গা রাস্তা সংস্কার

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন ডিক্রিরচর খেয়াঘাট দিয়ে চলাচল করেন। জেলা শহর থেকে যেতে হলে কাশিপুর নরসিংপুর হয়ে যেতে হয় ওই এলাকায়। শহর থেকে যাওয়ার পথে ঘাটের সাথেই দু তলা যাত্রী ছাউনি রয়েছে।

এই যাত্রীছাউনির পাশে সড়কের কিছু অংশ ভেঙ্গে গিয়েছিলো। এ নিয়ে সোমবার সংবাদর্চচা পত্রিকায় কচুরি দিয়ে গর্ত ভরাট শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার দুদিন পর ওই রাস্তা পিচ ঢালাই দেয়া হয়। একই সাথে গর্ত গুলো ভরে ফেলা হয়।

দীর্ঘদিন ভোগান্তির পর সড়ক সংস্কার করায় সাধারণ মানুষকে দুর্ভোগ থেকে রক্ষা পাচ্ছে বলে জানান স্থানীয়রা।

সাদ্দাম হোসেন নামে এক যাত্রী বলেন, সড়কটি আরসিসি ঢালাই হওয়ায় সাধারণ মানুষ র্দুভোগ থেকে রক্ষা পাচ্ছেন। আর এজন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানাই।

 

আরআই/এসএএইচ