তুহিন, রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসীস্থ রোবাষ্ট অ্যাপারেলস গামের্ন্টস শ্রমিকদের বকেয়া বেতন-বোনাসের দাবিতে গতকাল রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোদ্ধ শ্রমিকরা। প্রায় দেড় ঘন্টা ব্যাপি তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। রূপগঞ্জ থানা পুলিশ ও কাঁচপুর ইন্ডাষ্ট্রিায়াল পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোদ্ধ শ্রমিকদের বুজিয়ে শোনিয়ে অবরোধ তুলে নিতে বলেন। প্রতিষ্ঠানটির মালিক পক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।
দৈনিক সংবাদচর্চায় সংবাদ প্রকাশের পরে প্রতিষ্ঠানের কতৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস দেয়া শুরু করেন আজ ২৫ সেপ্টেম্বর বিকালে। সাহিদা,পলি, আশা আকতার, ফরহাদ, শ্রমিকরা জানান, আমাদের দুই মাসেরে বেতন-বোনাস দেয়ার কথা থাকলেও আমাদের এক মাসের বেতন দিচ্ছে।
এসময় কয়েকজন শ্রমিক জানান, আমাদের বোনাসসহ বাকি বেতনের টাকা না দিলে আমরা বিজিএমইএর অফিসে অভিযোগ করব।###