আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ষড়যন্ত্র মোকাবেলা করেছি: আইভী

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগরবাসীর উদ্দেশে বলেছেন, এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমি ষড়যন্ত্র মোকাবেলা করেছি। সবাই আমার পাশে ছিলেন। এভাবেই আমার পাশে থাকবেন। আগামী পাঁচ বছর আমার চলার পথে যত বাধাই আসুক না কেন আমি সব বাধা অতিক্রম করে যেন মানুষের সেবা করতে পারি সেজন্যে দোয়া করবেন।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে দেওভোগ জনকল্যাণ সংস্থার নবনির্বাচিত মেয়রকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি বৃহত্তর দেওভোগের সন্তান, আপনাদের সন্তান। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই ওয়ার্ড ছাড়াও আমার আরো ২৬ টি ওয়ার্ড আছে। সেখানেও যেন আমি সমানভাবে কাজ করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াদ, সাবেক কাউন্সিলর ওবায়েদউল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।