আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলায় শ্রেষ্ঠ হিসেবে রূপগঞ্জ ওসিকে সম্মাননা

শ্রেষ্ঠ

জেলায় শ্রেষ্ঠ হিসেবে রূপগঞ্জ ওসিকে সম্মাননা

শ্রেষ্ঠ
রূপগঞ্জ প্রতিনিধি ঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মানবকল্যান ও মাদক নির্মূলে বিশেষ অবদান রাখায় রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেনকে সম্মাননা প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক তার হাতে এ সম্মাননা তুলে দেন। ইতিপূর্বে আইন শৃঙ্খলা, মানবকল্যান ও মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ে অবদার রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। রূপগঞ্জ থানার আইন শৃঙ্খলা পরিস্থি ভাল রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রশংসা সনদপত্র, শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দার্শনিক ইমাম গাজ্জালী (রঃ) সম্মাননা, বিশ্ববঙ্গ সোসাইটির পক্ষ থেকে ইন্দিরা গান্ধী স্বর্ণপদক, স্বাধীনতা সংসদের পক্ষ থেকে সম্মাননা, শেরে বাংলা সামাজিক ফাউন্ডেশনের পক্ষ থেকে শেরে বাংলা সনদ, শেরে বাংলা সামাজিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কবি নজরুল ইসলাম পদক, বাংলাদেশ সম্মিলিত সোসাইটির পক্ষ থেকে মাদার তেরেসা স্বর্ণপদক, শেরে বাংলা সামাজিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক প্রদান করা হয়েছে।