আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কা ট্র্যাজেডি নিয়ে ক্ষোভ মেঘলার

বিনোদনচর্চা প্রতিবেদকঃ

রোববার(২১ এপ্রিল) সকালে স্থানীয় সময় পৌনে ৯টা নাগাদ ৩টি গির্জা ও ৪টি পাঁচ তারকা হোটেলে পরপর ৭টি জায়গায় বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো।

এই হামলায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের ২৯০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।  আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।জানাগেছে ইস্টারের প্রার্থনা চলাকালীন গির্জায় বিস্ফোরণ হয় শ্রীলঙ্কার এই বিস্ফোরণে শোকাহত সারা দুনিয়া।

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণে আহত এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন বলিউড,ঢালিউড তারকারা । একই সাথে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও তেলেগু সিনামার আলোচিত অভিনেত্রী মেঘলা মুক্তা এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়ে তার নিজের ফেসবুক আইডিতে লিখেন,

“আরো একটি ঘৃণ্য কালো অধ্যায় রচিত হলো শ্রীলংকা জুড়ে। এই বর্বর কাপুরুষজনোচিত হামলার প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জ্ঞাপন করছি।”