নিজস্ব প্রতিবেদক:
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী তৃতীয় বিয়ে করেছেন। সেই বিয়ের ছবি ভাইরাল হয়েছে । তাতে আলোচনা সমালোচনার ঝড় বইছে। তার পাত্রের নাম রোশন সিং ৷ বিয়েটা হয়েছে সপ্তাহ দুয়েক আগে ৷ কিন্তু এতদিন পর্যন্ত তাঁদের কোনও ছবি প্রকাশ্যে আসেনি ৷ অবশেষে আজ একটি ছবি শেয়ার করেছেন রোশন নিজে ৷
রোশন সিং টলিপাড়ার পরিচিত নাম নয় ৷ কারণ বিনোদন দুনিয়া থেকে কোনও সম্পর্কই নেই রোশনের ৷ পেশায় তিনি একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। রোশন সিং ওরফে মন্টি জন্মসূত্রে পাঞ্জাবি ৷ তবে থাকেন কলকাতাতেই ৷ তাঁর বাড়ি পার্ক সার্কাস এলাকাতে ৷ তবে বিয়ে নিয়ে প্রথম থেকেই ছিল ঢাক ঢাক গুড় গুড় ৷ এ বিষয়ে মুখ খোলেননি রোশন-শ্রাবন্তীও ৷

