সংবাদচর্চা রিপোর্ট
জাহাজ শ্রমিক মাহাবুর হত্যা মামলার অন্যতম আসামি বিআইডব্লিউটিসির শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নুর ১ দিনের রিমান্ড মঞ্জু করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়রর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুনাহার ইয়াসমিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন । আর আগে বুধবার দুপুর ১ টায় ঢাকার দৈনিক বাংলার মোড় এলাকার শ্রম আদালতের সামনে থেকে তাকে আটক করে পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলামের নেতৃত্বে বন্দর থানার পুলিশ। পরে পুলিশ আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে কোটে চালান করে দেয় ।
প্রসঙ্গত গত ২৯ জানুয়ারি মাহাবুরকে পিটিয়ে হত্যা করা হয়। তবে ওই সময় মাহাবুর নারায়ণগঞ্জে এসে স্ট্রোক করেছেন বলে তার পরিবারকে ফরিদপুর থেকে ডেকে আনা হয়। পরে লাশ ফরিদপুর নিয়ে গোসল করানোর সময় লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখে নিহতের পরিবার ৩০ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর ৫ ফেব্রুয়ারী নিহত মাহবুবের স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার ও বিআইডব্লিউটিসির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নুসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।