আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রমিক হত্যায় চুন্নু গ্রেফতার

নৌ যান শ্রমিক মাহাবুবুর রহমান (ড্রাইভার) হত্যা মামলার অন্যতম আসামি জাকির হোসেন চুন্নুকে গ্রেফতার করেছেন পুলিশ। বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চুন্নু বিআইডব্লিউটিসির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

বন্দর থানা পুলিশ জানিয়েছেন আসামি জাকির হোসেন চুন্নুকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হবে।

প্রসঙ্গত গত ২৯ জানুয়ারি মাহাবুরকে পিটিয়ে হত্যা করা হয়। তবে ওই সময় মাহাবুর নারায়ণগঞ্জে এসে স্ট্রোক করেছেন বলে তার পরিবারকে ফরিদপুর থেকে ডেকে আনা হয়। পরে লাশ ফরিদপুর নিয়ে গোসল করানোর সময় লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখে নিহতের পরিবার ৩০ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর ৫ ফেব্রুয়ারী নিহত মাহবুবের স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার ও বিআইডব্লিউটিসির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নুসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

সর্বশেষ সংবাদ