বেনাপোলে পাওনা টাকা আদায়ের দাবিতে বন্দর শ্রমিকদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে পাওনা টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(৯২৫)’র সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১০ টার সময় বেনাপোল বন্দর রাজস্ব দপ্তরের সামনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(৯২৫)’র সদস্য বেল্টু মিয়া।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে জানাযায়, তারা দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(৯২৫) নামে একটি রেজিস্টেশনের মাধ্যমে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। পাশাপাশি সন্তান পরিজন নিয়ে একটু ভালো থাকার আশায় উক্ত হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে কয়েকটি উন্নয়ন ফান্ড গঠন করে এবং সংগঠন নির্ধারিত সঞ্চয় জমা করে থাকে। কিন্তু কালের বিভিষিকাময় অন্ধকারে বেনাপোল পৌর কাউন্সিলর রাসেদসহ একদল লুটেরা তাদের সেই কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে সহাযোগিতা না করে বরং লুট করে পালানোর চেস্টা অব্যাহত রেখেছে। যা তাদেরকে খুবই হতাশাগ্রস্থ্য করেছে।
লিখিত বক্তব্যে আরো জানাযায়, কাউন্সিলর রাশেদ গং বিগত কয়েক বছর ধরে উপরি মহলের হস্তক্ষেপে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর জবর দখল নিয়ে রাখে। সেই থেকে শ্রমিকদের জিম্মি করে তাদের কায়িক পরিশ্রমের টাকা ১৮৯ জন অশ্রমিকদের নামে ভাগ নেই। তারপরেও তাদের বেঁচে থাকার শেষ অবলম্বন, তাদের শরীরের রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলা তিল তিল করে জমানো সঞ্চয়ের টাকা উল্লেখিত গং আত্মসাৎ করে পালাবার জন্য মরিয়া হয়ে উঠেছে। যার কারণে ন্যায় বিচার পাওয়ার আশায় উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের ন্যায্য পাওনাকৃত টাকার হিসাব দাখিল করে। তাতে রাশেদ গংয়ের কাছে তাদের পাওনাকৃত টাকার হিসাব দাড়ায়- প্রতিদিন সংগঠনে ১৩’শ টাকা করে জমা বাবদ ১১১৭ দিনে ১৪ লক্ষ ৫২ হাজার ১’শ টাকা, প্রতি সপ্তাহে ২২’শ টাকা হারে ১৭৫ সপ্তাহে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা, নতুন শ্রমিক নিয়োগ বাবদ ১৪ হাজার টাকা হারে ১৮০ জন বাবদ ২৫ লক্ষ ২০ হাজার টাকা, ইকুপমেন্ট পণ্য লোড/আনলোড বকশিষ বাবদ প্রতিদিন ১২ হাজার টাকা হারে ১১১৭ দিন(ইয়ারের মারফত) ১ কোটি ৩৪ লক্ষ ৪ হাজার টাকা, শ্রমিক নামধারী অশ্রমিক ব্যক্তিদের মাসিক ২ হাজার টাকা হারে ১৮৯ জনের ৪৩ মাস যাবত ১ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকা। তাতে সর্বমোট পাওনা ৩ কোটি ৪০ লক্ষ ১৫ হাজার ১’শ টাকা।