আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রমিকদের উস্কানীতে দিচ্ছেন কাউন্সিলর শফিউদ্দিন

নগর প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নতুন নির্বাচন, শ্রমিকের টাকার হিসাবসহ ৫ দফা দাবীতে সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলরী ও কর্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। গতকাল মঙ্গলবার দুপুরে কাউন্সিলর শফিউদ্দিনের নেতৃত্বে নাসিক ভবনে গিয়ে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে নতুন নির্বাচন,  শ্রমিকের টাকার হিসাব, লোকাল গাড়ী প্রবেশের পারমিশন, সকল দূর্নীতিবাজদের বিতাড়িত,  নতুন কল্যাণ সমিতির দাবী জানানো হয়।

এদিকে গতকালের পর আজও নিতাইগঞ্জে ট্রাক শ্রমিকদের মাঝে থাকা ক্ষোভগুলো প্রকাশ করে বলেন, আমরা কোন নেতৃত্ব বুঝি না আমরা সাধারন শ্রমিকরা কাজের বিনিময়ে টাকা উপার্জন করি অথচ বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার আর্বিভাব দেখা দেয়। এ ক্ষেত্রে সাধারন শ্রমিকের ভাগ্যের কোন পরিবর্তন হয়না হয় হঠাৎ গজে উঠা নেতাদের।

আবদুল নামে এক শ্রমিক জানান, ১৮ বছর যাবত কোন নির্বাচন নেই অথচ প্রতিদিনই বিভিন্ন টোকেনের মাধ্যমে অনেক শ্রমিক নেতাকে চাদাঁ দিতে হচ্ছে। অপর দিকে হঠাৎ করে নিতাইগঞ্জে ট্রাক কভার্ড মালিক সমিতির নির্বাচন দাবী করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন এনসিসি ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো.শফিউদ্দিন প্রধান বলে জানান অনেক সাধারন শ্রমিক। সোমবারে নিতাইগঞ্জে শ্রমিকদের সামান্য বিষয়কে অনেকাংশে বড় করে তোলেন কাউন্সিলর শফিউদ্দিন প্রধান। সেই ঘটনায় সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না ও আবদুল করিম বাবুর কোন সম্পৃক্ততা না থাকলেও শফিউদ্দিন প্রধান কিছু সংবাদকর্মীকে দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়ে নিজেকে তুলসি পাতায় ধোয়া বানাতে তৎপর রয়েছেন শফিউদ্দিন প্রধান। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শ্রমিক জানান, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান চাইছে আমাদের মত শ্রমিকদের দিয়ে হট্টগোল সৃস্টি করে তা নিজেই সমাধান করবেন এবং সেক্ষেত্রে সাধারন শ্রমিকরা তার উপর আস্থা রেখে তাকেই সভাপতি পদে চাইবেন এমন মনোভাব নিয়ে তিনি সামনে অগ্রসর হচ্ছেন।  তারা আরো জানান, সর্বশেষ ২০১৩ সালে নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ডের নির্বাচন হয় এবং পরবর্তীতে সাংসদ সেলিম ওসমানের মাধ্যমেই পুনরায় মানিকগংরা ট্রাক স্ট্যান্ডের দ্বায়িত্ব পালন করে আসছেন।