সোনারগাঁয়ে শ্যামলী চৌধুরীর ভালবাসায় সিক্ত সনমান্দি ইউনিয়নের জনগন
নিজস্ব প্রতিবেদক:
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের শ্যামলী চৌধুরীর ভালবাসায় সিক্ত সর্বস্তরের জনগন।
১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যামলী চৌধুরীর পদচারণা ছিল উপজেলার সনমান্দি ইউনিয়নের জনগনের দ্বারপ্রান্তে।
বিশ্ব ভালবাসা দিবসে ফাগুনের আভাস ছোঁয়ায় প্রস্ফুটিত বাংলাদেশের মানুষ।কারো ভালবাসা প্রেমিকার,কারো ভালবাসা বাবা-মায়ের,কারো ভালবাসা স্পেশালি উজ্জীবিত হয় সন্তানদের জন্য।
এ ক্ষেত্রে একটু ভিন্ন,সনমান্দি ইউনিয়নের নীল কান্দা নাজীর পুর গ্রামের সেলিম চৌধুরীর স্ত্রী,শ্যামলী চৌধুরীর ভালবাসা দিবসটি কেটেছে এলাকার সাধারন জনগনের সাথে।
শ্যামলী চৌধুরী দীর্ঘ ১২ বছর যাবত বাংলাদেশ আওয়ামীলীগ এর রাজনীতির সাথে গভীর ভাবে সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষেই মহিলা আওয়ামীলীগ নেতৃ শ্যামলী চৌধুরী ভাল বাসা দীবস উপলক্ষে সনমান্দি ইউনিয়নের সনমান্দি পূর্বপাড়া,পশ্চিম পাড়া,দক্ষিন পাড়া ও পশ্চিম সনমান্দি-সহ প্রতিটি গ্রামের সাধারন জনগনের দ্বারপ্রান্তে সৌজন্য সাক্ষাত করে একটি দৃষ্টান্তমূলক নতুন রাজনৈতিক ধারা উপহার দিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামলী চৌধুরী সোনারগাঁও সংবাদ-কে বলেন,আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সনমান্দি ইউপি সদস্য হিসেবে নির্বাচন করতে আগ্রহী এবং এলাকার সাধারন জনগনের সারা পেয়েছি।সোনারগাঁও উপজেলায় ইউপি সদস্য হিসেবে কোন ইউনিয়নে মহিলা সদস্য নির্বাচিত হয়নি।আমার বিশ্বাস,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে আমাকেই নির্বাচিত করবে সনমান্দি ইউনিয়নের জনগন।