শ্যামনগরে কেন্দ্রিয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের দুই দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় শ্যামনগর কেন্দ্রিয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মোমবাতি প্রজ্জলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান,উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মৃধা,শ্যামনগর প্রেসক্লাবের আহবায়ক গাজী সালাউদ্দিন বাপ্পী,উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া সরকারী অফিসারবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,সাংবাদিকবৃন্দ,রাজনৈতিকনেতৃবৃন্দ প্রমুখ।
দিবসটি উপলক্ষে সকালে শ্যামনগর মর্ডাণ স্কুলে উপজেলা প্রশাসনের আয়োজনে রচনা,চিত্রাঙ্কন,সুন্দর হাতের লেখা ও একুশের কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা সহকারী কমিশনার ভূমি সহ অন্যান্য সরকারী অফিসারবৃন্দ,শিক্ষকবৃন্দ প্রমুখ।