আজ সোমবার, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজের ধর্মকে বির্সজন দিয়ে শোয়েবকে বিয়ে করলেন দীপিকা

শোয়েবকে বিয়ে করলেন দীপিকা

নিজ ধর্ম বির্সজন দিয়ে শোয়েবকে বিয়ে করলেন দীপিকা শোয়েবকে বিয়ে করলেন দীপিকাঅনলাইন ডেস্ক:

অভিনেত্রী দীপিকা কাকর ইসলাম ধর্ম গ্রহণ করে  শ্বশুরাল সিমর কা’ সিরিয়ালের সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করলেন । বিয়েতে কয়েকজন বন্ধুসহ দুই তারকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারতের উত্তরপ্রদেশে শোয়েবের গ্রামে বাড়ি হামিরপুরে দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে। শোয়েবকে বিয়ে করার আগে ধর্মপরিবর্তন করে ফৈজা হয়েছেন দীপিকা। বিয়ের কার্ডে লেখা রয়েছে, শোয়েব ও ফৈজা। যদিও আরেক একটি কার্ডে শোয়েব-দীপিকা নামই লেখা রয়েছে।

শোয়েব ও দীপিকার বিবাহের একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ বিষয়ে বর বা কনে কেউ কোনো ঘোষণা করেননি।

উল্লেখ্য, দীপিকা কাকর ২০১৩ সালে প্রথম বিয়ে করেন চিত্রশিল্পী রোনাক মেহাতাকে।   তবে সেই বিয়ে দুই বছরের বেশি টিকতে পারেনি।  ২০১৫ সাথে শেষের দিকে তাদের মধ্য ছাড়াছাড়ি হয়ে যায়।  এরপর শোয়েব ইব্রাহিমের সাথে সম্পর্কে ছড়ান দীপিকা।   এখন দেখার বিষয় এই বিয়ে কতদিন যায়।