সংবাদচর্চা অনলাইনঃ
শোভন গ্রুপের বেআইনীভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার ১৭ জুন দুপুর ১২ টায় শহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করে মিছিল সহযোগে চাষাড়াস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে যায়।
সমাবেশে শোভন সিল্ক এন্ড নিটিং মিলস লিঃ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক সংগ্রাম কমিটির সদস্য সচিব মোঃ জলিল, আল আমিন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতিতে ১ মাস সাধারণ ছুটির পর চাকরিতে যোগদান করতে গেলে শোভন গ্রুপের ২ শতাধিক শ্রমিককে কারখানায় ঢুকতে দেয়া হয়নি। মালিক কর্তৃপক্ষের সাথে ছাঁটাইকৃত শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা নিয়ে কথা বলতে চাইলে মালিক কর্তৃপক্ষ তাদের কথা বলতে অস্বীকার করে। ছাঁটাইকৃত সকল শ্রমিকের শোভন গ্রুপের পরিচয়পত্র থাকলেও কর্তৃপক্ষ এ শ্রমিকদের তার শ্রমিক নয় বলে দায় এড়ানোর চেষ্টা করছে। ছাঁটাইকৃত শ্রমিকরা অনেকেই ২০/২৫ বছর ধরে কারখানায় কর্মরত আছে।
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বাসাভাড়া, দোকানবাকি পরিশোধ করতে না পেরে বাড়িঅলা-দোকানদারের ভয়ে এলাকাছাড়া হয়ে আছেন অনেক শ্রমিক।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা বিকেএমইএ সভাপতি, শিল্প পুলিশের এসপি ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের নিকট লিখিত অভিযোগ দিলেও এখনো কেউ সংকট নিরসনে কেউ এগিয়ে আসেনি। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের সংকট নিরসনে কলকারখানা পরিদর্শনসহ শিল্প পুলিশ ও বিকেএমইএ নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান।