নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ হতে মেয়র সেলিনা হায়াৎ আইভি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শনিবার সকালে নগরীর ২ নম্বর রেলগেট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি জানান ৷ পর্যায়ক্রমে জেলা আওয়ামীলীগ , মহানগর যুবলীগ, স্বেচছা সেবকলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে তিনি ২ নম্বর রেলগেট পার্কে গাছ রোপন করেন। পরে বঙ্গবন্ধু মাগফেরত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে মানুষের মাঝে খাবার বিতরন করেন নাসিক মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা স্বেচছা সেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ রেজা উজ্জল, সদস্য শহিদুল্লাহ নাসিক পরিচছন্ন কর্মকর্তা আলমগির হোসেন হিরন।