আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শোক কাটতে না কাটতেই আবার চট্টগ্রামে শোক

 নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিনের কুল খানিতে গিয়ে পদদলিত হয়ে ১০জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরের রিমা কমিউনিটি সেন্টরে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের জানান, সেন্টরে ঢোকার সময় রাস্তাটি ঢালু থাকায় বেশ কিছু মানুষ পড়ে পড়ে গিয়ে পদদলিত হয়ে ১০জন নিহত হন তবে নিহতের সংখ্যা বাড়তে পাড়ে।নিহতদের বেশির ভাগই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোক।এ ঘটনায় কারো গাফিলাতি আছে কি না ত খতিয়ে দেখা হবে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক মেয়রের মৃত্যুতে তিন দিনের শোক এখনো কাটে নি।চট্টগ্রামের সাধারণ জনগণ এখনো মহিউদ্দিনের গুণগান করছেন এর মাঝে যোগ হলো বাড়তি শোক।

কুলখানির জন্য ১২৫টি গরু,সংখ্যালঘু দের জন্য রাখা হয় অন্য খাবার। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত মেয়রের ছেলে ব্যারিস্টার নওফেল।

কুলখানির জন্য চট্টগ্রাম নগরীর চশমাহিলের বাসভবন ছাড়াও মেজবানের আয়োজন করা হয়েছে- পাঁচলাইশ থানা সংলগ্ন কিং অব চিটাগাং, জিইসি মোড় সংলগ্ন কে স্কয়ার, জামালা খান মোড় সংলগ্ন রিমা কনভেনশন সেন্টার, চকবাজারের কিশালয় কমিউনিটি সেন্টার, পাঁচলাইশের সুইস পার্ক, লাভলেইন মোড়ের স্মরণিকা কমিউনিটি সেন্টার, শুলকবহের এন মোহাম্মদ কনভেনশন সেন্টার, এক কিলোমিটার এলাকার কেবি কনভেনশন সেন্টার, কাজীর দেউরি মোড়ের ভিআইপি ব্যানকুইট, আগ্রাবাদে গোল্ডেন টার্চ, উত্তর পাহাড়তলীতে সাগরকি কমিউনিট সেন্টার ও দক্ষিণ হালিশহরে মুনভিউ কমিউনিটি সেন্টার। নারীদের খাওয়ানো হবে চশমাহিলের বাসভবনে এবং মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বীদের খাওয়ানো হবে রিমা কমিউনিটি সেন্টারে।