সংবাদচর্চা রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ও মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার বিকেলে নগরীর ২নং রেলগেইটে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের শোকসভা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি।
শোক সভায় মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ’র সভাপতি সৈকত বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন ঢালির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল-মামুন, মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর’র সভাপতি আহম্মেদ হাসনাইন, মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনেট মাহমুদ প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়নগঞ্জ জেলার সভাপতি সৈয়দ রনি আলম, সাধারন সম্পাদক আবদুল্লাহ ইবনে মাসুদ কাউসার, সহ-সভাপতি পারভেজ আহমেদ রনক, যুগ্ম সাধারন সম্পাদক ইয়াসিন জামান সৌরভ।