আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেষ আটে আর্জেন্টিনা

অবশেষে কোপা আমেরিকায় নিজেদের জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা । কাতারের বিপক্ষে কষ্টের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল।

রোবরার ব্রাজিলের অ্যারেনা দো গ্রেমিওয় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় লা আলবাসিলেস্তেরা। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন লাউতুরো মার্তিনেস। শেষ দিকে ব্যবধান বাড়ান সার্জিও আগুয়েরো।

একই সময়ে শুরু হওয়া ‘বি’ গ্রুপের অপর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে কলম্বিয়া। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট কলম্বিয়ার। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ আর্জেন্টিনা। আগামী শুক্রবার রিও ডি জেনিরোয় শেষ আটে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স আপ ভেনিজুয়েলা।

আসরে প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর প্যারাগুয়ের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা। দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় কাতারের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মেসিদের। সেই লক্ষ্যে শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে তারা।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ৫৫তম দলের বিপক্ষে আর্জেন্টিনার এই জয়ে সমর্থকদের মন ভরেনি ঠিকই তবে এটাকে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ছন্দে ফেরার পূর্বাভাস বলা যেতে পারে।

আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ব্রাজিল ও গ্রুপ ‘সি’ থেকে চিলি।