আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেষরক্ষা করতে পারেননি নয়ন

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জে ১২০ ক্যান বিয়ারসহ রাহাদুল ইসলাম নয়নকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার ( ৩১ মার্চ) রাত পৌনে ৯ টার দিকে চাষাড়া খানপুর রোডস্থ রংধনু ফার্নিচার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে  সদর মডেল থানা পুলিশ।

এব্যাপারে সদর মডেল থানা পুলিশ জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রতিরোধে সবাই ব্যস্ত। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দেয়ায় সাধারণ মানুষকে ঘরে রাখতে নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ নিয়মিত কাজের সাথে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে । এর‌ই মধ্যে কিছু অবৈধ মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসায় নিয়েছে নতুন কৌশল। গোপন তথ্য ছিল পুলিশের নিকট। তথ্য মতে অবস্থান নেয় পুলিশ। মুহূর্তের মধ্যে অপরাধীরা বদলায় তাদের গতিপথ। তবুও শেষরক্ষা করতে পারেননি মাদক ব্যবসায়ী নয়ন। সদর মডেল থানার এসআই ছাইয়েদুল ইসলাম সংগীয় ফোর্সসহ চাষাড়া খানপুর রোডস্থ রংধনু ফার্নিচার দোকানের সামনে থেকে ১২০ ক্যান বিয়ারসহ আটক করে রাহাদুল ইসলাম নয়নকে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় গুরুত্বপূর্ণ তথ্য। উন্মোচিত হয় এ মুহূর্তে মাদক ব্যবসায়ীদের মালামাল পরিবহনের নতুন কৌশল। সংশ্লিষ্ট আইন ও ধারায় রুজু হয়েছে মামলা। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে চলছে পুলিশী তৎপরতা।