নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে । দেশে গড়ে উঠছে ব্যাপক শিল্প কারখানা। কারিগরি শিক্ষার বিপ্লব ঘটছে। শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন শোষণ কারীর স্থান হবে না। যারা শ্রমিকদের নির্যাতন হয়রানী করবে তাদের কে কঠোর হাতে দমন করা হবে।
বুধবার (১ মে) ঢাকা সেনানিবাসে গলফ গার্ডেন বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দিকনির্দেশনা গোলাম দস্তগীর গাজী বলেন, বস্ত্র শিল্প কে এগিয়ে নিতে দক্ষ ফ্যাশন ডিজাইনারের বিকল্প নেই। বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন ডিজাইন তৈরী করতে হবে। কেউ অধিকার আদায় করে দেয় না অধিকার আদায় করে নিতে হয়। আপনারা যে ক্যাডারের দাবি করছেন সেটা নিয়ে আলোচনা করা হবে। যত বেশি শিল্পকারখানা গড়ে উঠবে আপনাদের কদর তত বৃদ্ধি পাবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে বলেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে উঠেছে। পাকিস্থান আমলে আমাদের দেশে কোন টেক্সটাইল শিল্পকার খানা গড়ে ওঠে নাই।
গোলাম দস্তগীর গাজী বলেন, পাট শিল্পে যেখানে অনিয়ম দুর্নীতি আছে তা খুজে বের করে দূর করা হবে। বর্তমান পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে আছে।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর ৫ আসনের এমপি মোজাফফর হোসেন ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন, ইঞ্জি. আমিনুল ইসলাম,ইঞ্জি.সফিকুর রহমান,এনামুল করিম প্রমুখ।
এছাড়া গোলাম দস্তগীর গাজী অনুষ্ঠান স্থলে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সের নেতৃবৃন্দ।