নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ নির্ভিগ্নে বিভিন্ন জাতীয় ধর্মীয় উৎসব পালন করছে। কোন উৎসব পালনে বাধা নেই। বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রশাসন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে।
শুক্রবার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বৈশাখী মেলার শেষ দিনে মন্ত্রী মেলা পরিদর্শনে এসে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বাংলার মানুষ বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করতে পারে নাই। মেলা গ্রেনেড হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশে মন্দা দূর হয়েছে। সাংস্কৃতির বিকাশ ঘটছে।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ফিরোজ ভূইয়া, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ অনেকে।
এছাড়া গোলাম দস্তগীর গাজী মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন। তিনি শিশুদের সাথে নাগর দোলায় উঠেছেন।