আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শূন্যের কোঠায় আ.লীগ এগিয়ে বিএনপি-জাপা

নবকুমার:

ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নারায়ণগঞ্জের সন্তানদের অবদান ভুলবার নয়। তাছাড়া নারায়ণগঞ্জ রাজধানীর পার্শবর্তী জেলা। সেই জেলাকে বাংলাদেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ভিন্ন চোখে দেখেন । জনশ্রুতি রয়েছে আওয়ামী লীগের জন্ম নাকি নারায়ণগঞ্জে  । সেই নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতারা কেন্দ্রের রাজনীতিতে শূন্যের কোঠায় তাদের অবস্থান । তাদের নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা খুব একটা ভাবেন না। না ভাবার কারণ হিসেবে দেখা হচ্ছে ব্যক্তি রাজনীতি ও দলীয় কোন্দল। গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদসহ অধিকাংশ পদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা। সেখানে নারায়ণগঞ্জের কোনো নেতা স্থান পান নাই। যদিও এবারের  সম্মেলনে মিডিয়াতে বেশ আলোচনায় ছিলো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী ,নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান, সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ,সাবেক এমপি কায়সার হাসনাত । তারা কেউ আওয়ামী লীগের কেন্দ্রীয় নতুন কমিটিতে পদ পাননি। কেন্দ্রের রাজনীতিতে বর্তমানে তাদের অবস্থান করুণ। এদিকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের চেয়ে কেন্দ্রের রাজনীতিতে এগিয়ে রয়েছে নারায়ণগঞ্জ বিএনপি- জাতীয় পার্টি। জাতীয় পার্টির দুই জন প্রেসিডিয়াম সদস্য রয়েছে নারায়ণগঞ্জের । তারা হলেন নারায়ণগঞ্জ ৩ আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ৫/৬ জন্য সদস্য রয়েছে নারায়ণগঞ্জের । তাদের মধ্যে রয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড,তৈমূর আলম খন্দকার, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান  । মহিলা দলের নেতৃত্বেও রয়েছে আড়াইহাজারের একজন মেয়ে। তাছাড়া বামদলের নেতারাও কেন্দ্রের রাজনীতিতে ভালো অবস্থানে রয়েছে।

আওয়ামী লীগের এমন করুণ অবস্থাকে ভালো চোখে দেখছে না রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ