সংবাদচর্চা অনলাইনঃ
সিদ্ধিরগঞ্জের শুভ হত্যা মামলায় বাদশা (২২) কে ২দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. কাউসার আলমের আদালত এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামী বাদশা সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি এলাকার সামাদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামীকে আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন। এর আগে, গত ৯ আগস্ট একই মামলার অপরাধে বন্দর থানার নিউ হাজীগঞ্জ (মাদবর বাড়ীর পাশে) দেলোয়ার এর ছেলে মো. হৃদয়কে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।
উলেখ্য, ১ আগস্ট বিকাল পৌনে ৫ টার সময় পলাতক আসামী জাহাঙ্গীর ঈদের দিন সকল বন্ধুদের সাথে ঘুড়তে যাবে বলে আহাদ আলম শুভকে (৩০) বাড়ি থেকে ডেকে আনে। শুভ ও তার বন্ধুরা ঘুরাঘুড়ি শেষে হাজীগঞ্জে যাওয়ার পথে হৃদয়, রিফাত, আবু সুফিয়ান, সোহাদ, বিপ্লব জাহাঙ্গীর সহ বেশ কয়েকজন আগে থেকেই পরিকল্পনা করে শুভকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর ঝখম করে। শুভ’র চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সে সময় আসামিরা পালিয়ে যায়। তারপর আহত শুভকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে। পরবর্তীতে ঢাকা মেডিকেল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।