আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শুভেচ্ছা জানাতে আইভীর বাসায় মন্ত্রী গাজী

নিজস্ব প্রতিবেদক:

নবনির্বাচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

বুধবার ১৯ জানুয়ারি বিকালে দেওভোগে আইভীর বাসভবনে গিয়ে মন্ত্রী এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এড. আনিছুর রহমান দীপু , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মেয়র আইভীর সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয়ে গণমানুষের বিজয় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় হয়েছে । আইভীর জনপ্রিয়তার বিজয় হয়েছে।