মাশরাফিদের জন্য হাথুরুর শুভকামনা
সংবাদচর্চা ডেস্ক: খেলার মাঠে প্রতিপক্ষ হলেও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কটা কিভাবে ভুলে যাবেন হাথুরু? তাইতো ভুল করলেন না মাশরাফিদের জন্য শুভকামনা জানাতে।
‘আমি এখনও চাই বাংলাদেশ ভালো করুক। ক্রিকেটারদের জন্য শুভকামনা। ওদের সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিলাম, ভালো জনাশোনা হয়েছিল। আমি চাই ওরা অনেক সফল হোক।’
সাবেক শিষ্যদের বিপক্ষেই তার প্রথম অ্যাসাইনমেন্ট। ত্রিদেশীয় সিরিজ খেলতে শনিবার ঢাকায় এসেছে শ্রীলঙ্কা। রোববার মিরপুরে অনুশীলনও করে তারা। এরপরই সংবাদ সংম্মেলনে আসেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস এবং কোচ হাথুরুসিংহে।
তার চলে যাওয়াতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের খুব একটা অসুবিধা হবে না বলে মনে করেন লঙ্কান এ কোচ। বাংলাদেশে তার অভিজ্ঞতার কারণে শ্রীলঙ্কা অতিরিক্ত সুবিধা পবে কিনা- এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘আমি তেমনটা মনে করি না। এখন ক্রিকেট নিয়ে প্রচুর তথ্য পাওয়া যায়। তারা (বাংলাদেশ দল) এটাও জানে যে, আমি কিভাবে চিন্তা করি এবং পরিকল্পনা সাজাই। অতএব এখানে তেমন কোনো সুবিধার জায়গা নেই।’
নিজের দিনগুলোর স্মৃতিচারণ করে বাংলাদেশের ‘নাড়ি নক্ষত্রের’ খবর জানা এ কোচ বলেন, ‘ঘরের মাটিতে তারা (বাংলাদেশ) খুবই শক্তিশালী দল। আমরা গত আড়াই বছরে এখানে কোনো সিরিজ হারিনি। আমি যখন ‘আমরা ‘ বলছি তার মানে হলো ‘বাংলাদেশ’। তারা ওয়ানডেতে দারুণ খেলছে। খেলোয়াড়রা তাদের পরিকল্পনা এবং নিজেদের ভূমিকা সম্পর্কে জানে।’
‘বাংলাদেশ আর একজন বা দুইজন ক্রিকেটারের টিম নয়’ বলেও মনে করেন হাথুরু। তার মতে, বিশেষ কোনো ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা করে লাভ নাই। তারা দলের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ একজন বা দুইজন ক্রিকেটারের টিম।
বাংলাদেশের কোচ থাকাকালীন দল নির্বাচনে অতিরিক্ত কর্তৃত্ব খাঠাতেন বলে হাথুরুসিংহের বিরুদ্ধ অভিযোগ আছে। বিশেষ কয়েকজন ক্রিকেটার ফর্মে না থাকলেও কেবল তার (হাথুরু) ইচ্ছাতে দিনের পর দিন দলে জায়গা পেয়েছেন বলে অভিযোগ ওঠে বিভিন্ন সময়। এদিন সংবাদ সম্মেলনেও ওঠে বিষটি। প্রশ্ন করা হয়, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ আপনার প্রিয় দুই শিষ্য, এখন আপনি নেই, তারাও দল থেকে বাদ পড়েছেন। এই বিষয়ে আপনার মতামত কি?
জবাবে হাথুরু বলেন, ‘তাসকিন আর সৌম্যই শুধু আমার প্রিয় ছিল, এটা কে বললো? বাংলাদেশ দলে আরও বেশ অনেক ভালো ক্রিকেটার আছেন যারা ভালো খেলছেন, তারা সবাই আমার প্রিয়।’