আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শার্শায় ১টি ওয়ান শুট্যার গান পিস্তল ও ১ রাউন্ড গুলি সহ আটক-১

শুট্যার গান

শুট্যার গান

মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা ১টি ওয়ান শুট্যার গান পিস্তল ও ১ রাউন্ড গুলি সহ মোঃ সহিদুল ইসলাম(৪৩) নামে এক অস্ত্র পাচারকারীকে আটক করেছে শার্শা থানার এস আই রফিকুল ইসলাম।

আটক শহিদুল ইসলাম শার্শা থানার সোনাদিয়া গ্রামের মৃত্য রমজান আলীর ছেলে।

বৃস্পতিবার সকাল সাড়ে ৮ টার সময় শার্শার সোনাদিয়া গ্রামের তিন রাস্তার মোড়ে শহিদুল ইসলাম নামে এক অস্ত্র পাচারকারী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি সহ শহিদুলকে আটক করে।

এবিষয়ে শার্শা থানার তদন্ত(ওসি) তাসমিম আলম তুষার বলেন, অস্ত্র পাচারকারী শহিদুলের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।