জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি জামে মসজিদের সামনে জানাযার নামাজ হয়। এতে অংশ নেয় নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান,জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ,সাধারণ সম্পাদক আবুল হাসনাদ শহীদ বাদল, সহ সভাপতি আরজু ভূইয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন , জেলা প্রশাসক জসিম উদ্দিন , জাতীয় শ্রমিকলীগের সভাপতি মন্টু, শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশসহ অসংখ্য নেতাকর্মী।
পরে মরহুমের কফিনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।