আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্কুর মাহমুদের কফিনে জেলা আ.লীগের শ্রদ্ধা

জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি জামে মসজিদের সামনে জানাযার নামাজ হয়। এতে অংশ নেয় নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান,জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ,সাধারণ সম্পাদক আবুল হাসনাদ শহীদ বাদল, সহ সভাপতি আরজু ভূইয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন , জেলা প্রশাসক জসিম উদ্দিন , জাতীয় শ্রমিকলীগের সভাপতি মন্টু, শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশসহ অসংখ্য নেতাকর্মী।

পরে মরহুমের কফিনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।