আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শীর্ষ সন্ত্রাসী রাজীবের সহযোগী রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রাজিবের সহযোগী মো. নুরুল আমিন ওরফে বাবুকে (২২) অস্ত্র মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

সোমবার ২৮ জুন বিকেলে আসামীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। পরে শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের এএসআই বিনা। এর আগে, গত ২৬ জুন রাত সাড়ে ৯ টায় রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রক্ষণগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৩৩৬ ক্যান বিয়ার, ২৮ বোতল ফেন্সিডিল এবং নানা ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার র‌্যাব-১১ এর এএসপি ( সিপিএসসি , আদমজীনগর) মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান , গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জসহ এর আশপাশের এলাকায় বেশ কিছুদিন যাবত অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, এলাকায় প্রভাব বিস্তার এর পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিল। আসামীকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

প্রসঙ্গত গণপিটুণিতে নিহত রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সোলায়মানের (৩৭) ভাই সন্ত্রাসী রাজীব।